কালো আগস্ট

কালো আগস্ট
যে ছবিটি দেখছেন তিনি বাংলা দেশ স্বপ্নে যারা বিভোর ছিলেন তাদের খুব কাছের মানুষ- ভালোবাসার মানুষ। আগস্ট মাস যেন সেই নামটির সাথে মাতোম করে। শেখ মুজিবুর রহমান আগস্ট না আসলে নিশ্চয় আমাদের সন্তানেরা নিরাপদ সড়কের দাবী নিয়ে দাঁড়াবার প্রয়োজন বোধ করতো না। আগস্ট না আসলে নিশ্চয় আমরা একটা সমাজবাদী রাষ্ট্রের অভ্যুত্থান দেখতে পেতাম। বিনম্র শ্রদ্ধা প্রিয় মানুষ!!!

01 May 2015

পাহাড়সম মন-মানুষের কান্না শুনি!

ভূমিকম্পে ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এখন উন্মুক্ত মাঠে কাটছে দিন।

নেপাল-এর জন্য খুব কান্না পাচ্ছে।
পাহাড়সম মনের মানুষগুলো না জানি কতোটা যাতনা যাপন করছে?
আহা!
তাঁহাদের জন্য আন্তর্জাতিক মানবেরা, দাতা গোষ্ঠীরা যতোটা জলদি পারুক ব্যবস্থা নিক!
বিভৎস খবর গুলো দেখে দেখে অস্থির হয়ে পড়ছি!


No comments:

Post a Comment